রমজানে কোনোভাবেই মাছ, মাংস, দুধ, ডিমের দাম বাড়বে না: মন্ত্রী

আসন্ন রমজানে রাজধানীর ২৫টি স্থানে সুলভমূল্যে দুধ, ডিম, মাংস, ড্রেসড ব্রয়লারসহ অন্যান্য খাদ্যপণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

তিনি বলেন, গত চেয়ে এবার পাঁচটি স্পট বাড়ানো হয়েছে। এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এমন উদ্যোগ গ্রহণ করবে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রমজান মাস উপলক্ষে মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান এ তথ্য জানান।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে আরো নতুন পাঁচটি স্পট বাড়ানো হয়েছে। এসব পণ্য সুলভমূল্যে বিপণন করা হবে। জনগণ যাতে রমজানে সুলভমূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।

সঠিক মূল্যে পশুখাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে বলে মন্ত্রী জানিয়েছেন।এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.