চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের একটি ফ্লাইট করে আসা প্রায় সাড়ে সাত কেজি ওজনের ৬৪টি সোনার বার জব্দ করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৫০ মিনিটে ডব্লিউওয়াই-৩১১ মডেলের ওই ফ্লাইটটি চট্টগ্রাম অবতরণ করে। পরে বিমানবন্দরের ভেতর থেকে এসব সোনা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন- শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।