সৌদিতে মাটিচাপায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির একটি সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন– নাছির উদ্দীন ও তেরা মিয়া। এ ঘটনায় আহত হয়েছে নুরুল আমিন ও রাজিব মিয়া নামে আরও দুই প্রবাসী।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবে রিয়াদে বলিবার্ড একটি কাজের সাইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নাছির উদ্দীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে। আর তেরা মিয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

আহতদুই বাংলাদেশি গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাছির উদ্দীনের বাবা ফরিদ উদ্দিন জানান, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একই সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.