বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফর সঙ্গীসহ এক সরকারি সফরে আজ রোববার ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস. পি. এ’ এর আমন্ত্রণে ১৯-২২ ফেব্রুয়ারি ইতালি সফর করবেন। সফরকালে তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিকস ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
এ ছাড়াও বিমানবাহিনী প্রধান ‘লিওনার্দো এস. পি. এ’ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরবেন তিনি।