আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনীজীবী। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে লিগ্যাল নোটিশে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নোটিশে বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজে।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে, এটিই আইন প্রথা ও নীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক।
আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গত বছরের ১১ ডিসেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আসন্ন রমজান মাসে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে খোলা রাখার সাম্প্রতিক সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সাংঘর্ষিক।
তিনি বলেন, রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে পড়ালেখা শেখান। তাই শিক্ষার্থীরা বিষয়টিতে মনোযোগী হয় না। এছাড়া, অভিভাবকরা রোজা রেখে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়াও কষ্টকর। এ অবস্থায় স্কুল খোলা না রাখার নির্দেশনার জন্য আর্জি করছি। স্কুল খোলা রেখে বাচ্চাদের ওপর এত শারীরিক ও মানসিক চাপ, অত্যাচার অমানবিক। সরকারের বর্তমান সিদ্ধান্ত সংবিধানের ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
নোটিশে বলা হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করা হবে।