ঢাকায় সুপ্রিম কোর্টের সম্মেলনে রাষ্ট্রপতি ও ভারতের প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ও যোগদান করেছেন।

সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন চত্বরে ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউশনাল কোর্স ইন দ্য টোয়েন্টি ফাস্ট সেঞ্চুরি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন তারা।

‘ভারত-বাংলাদেশের অভিজ্ঞতা: দক্ষিণ এশিয়ার একবিংশ শতাব্দীর সাংবিধানিক আদালত’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের আরও দুজন বিচারপতি বাংলাদেশে এসেছেন। এসেছেন কলকাতা হাইকোর্টের অন্য দুই বিচারপতিও।

এছাড়া সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন উপস্থিত রয়েছেন।

আগামীকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.