ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোন খেলোয়াড়ের সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকেও প্রধানমন্ত্রী বিশেষ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিনন্দন বার্তায় ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
অষ্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত আজকের এ খেলায় বাংলাদেশ দল ১৫ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে এ অভূতপূর্ব বিজয় অর্জন করে।