বেসরকারি সংস্থায় চাকরি, পদ ১০২

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় দুই ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকাল (তিন মাস) ১৫,০০০ টাকা। জিকেটি বিধিমোতাবেক চাকরি স্থায়ীকরণের পর সাকল্যে বেতন মাসিক ২১,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধাসহ মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়।

 

২. পদের নাম: সিনিয়র/ অ্যাকাউন্টস অফিসার।
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সিএ (সিসি)) ডিগ্রি থাকতে হবে।বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধাসহ মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়।

শর্ত
সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০ টাকা (ফেরতযোগ্য) জামানত জমা করতে হবে। জমাকৃত টাকার ওপর বার্ষিক ৬ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎকারের আগে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের গণ কল্যাণ ট্রাস্টের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৪।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.