ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যানা বেজার্ড। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এই তথ্য নিশ্চিৎ করা হয়েছে।

বাংলাদেশে এটিই অ্যানা বেজার্ডের প্রথম সরকারি সফর। একদিনের সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বিশ্বব্যাংক জানায়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশে ৪১ বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়েছে। যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.