অফিসবাকর্মস্থলদূরেহলেযাতায়াতেরকষ্টএড়াতেসবাইকাছাকাছিবাসানেওয়ারচেষ্টাকরেন।
পরিশ্রম ও সময় দুটোই বাঁচে তাতে ।
কিন্তু অফিসের কাছাকাছি এলাকায় বাড়িভাড়া বেশি হলে সাশ্রয়ী দূর‘বর্তীএলাকাতেইবাড়িভাড়ানেনঅনেকে।
এতেকষ্টহলেওঅর্থবাঁচেখানিকটাঠিকই।
তাই বলে বাড়িভাড়া বাাঁচাতে বিমানে যাতায়াত!
এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) শিক্ষার্থী টিম চেন।
বাসা ভাড়া বাঁচাতে টিম চেন সপ্তাহে দুই বার বিমানে চড়ে কলেজে আসা–যাওয়াকরেন।
দেশটির ক্যালগারি শহরের বাসিন্দা এই শিক্ষার্থীর মতে, ভ্যাঙ্কুভারে মাসিক ভাড়া দেওয়ার চেয়ে বিমানে করে এসে ক্লাস করা তার জন্য সস্তা উপায়।
টিমের মতে, প্রতি ফ্লাইটে আসা যাওয়ায় তার খরচ হয় ১৫০ ডলার। আর মাসে খরচ হয় ১ হাজার ২০০ ডলার। কিন্তু ভ্যাঙ্কুভারে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য ভাড়া দিতে হয় প্রায় ২ হাজার ১০০ ডলার।