গাজায় বিমান থেকে সহায়তা করবে কানাডা

গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক সহায়তার সামগ্রী ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন।

তিনি বলেছেন, তারা জর্ডানের মতো সমমনা দেশকে সাথে নিয়ে গাজায় আকাশ থেকে ত্রাণসামগ্রী ফেলতে চায়। গত সপ্তাহে মিসর ও জর্ডান সফর করে হুসেন বলেন, রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলো ইসরাইলি বাহিনী পরিদর্শনের নাম অতিরিক্ত সময় আটকে রাখে। এর ফলে গাজায় প্রয়োজনের কাছাকাছিও সহায়তা প্রবেশ করছে না। ইসরাইলের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় সাহায্যের জন্য ১০ কোটি কানাডিয়ান ডলার (প্রায় সাত কোটি ৪০ লাখ মার্কিন ডলার) সহায়তা দিয়েছে অটোয়া। দেশটি শুধু জানুয়ারিতেই দিয়েছে চার কোটি কানাডিয়ান ডলার (প্রায় তিন কোটি মার্কিন ডলার)।

মন্ত্রী আহমেদ হুসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ওই অঞ্চল থেকে ফিরে এসেছি এবং কানাডার সহায়তা পার্থক্য তৈরি করেছে।’

 

সূএ: আল-জাজিরা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.