টেসলা ইনকরপোরেটেডের মালিক ইলোন মাস্ককে ছাড়িয়ে ফের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন।
সংস্থাটির তথ্যমতে, অ্যামাজনের প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার। অন্যদিকে ওই সূচকে মাস্কের সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৯ হাজার ৮০০ কোটি ডলার। সেক্ষেত্রে গত এক বছরে মাস্ক লোকসান গুনেছেন প্রায় ৩ হাজার ১০০ কোটি ডলার। পক্ষান্তরে বেজোস লাভ গুনেছেন ২ হাজার ৩০০ কোটি ডলার। সূচকে উল্লেখিত তথ্যের ভিত্তিতে এখন আর বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি নন ইলোন মাস্ক।
৯ মাসেরও বেশি সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী ইলোন মাস্ক ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে। আর এ তালিকায় সবার ওপরে উঠে এল বেজোসের নাম।