যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, তিন শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা তিন শিশুসহ পাঁচজনই নিহত হয়েছেন।

নিহতরা সবাই কানাডীয় নাগরিক বলে জানিয়েছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে সোমবার সন্ধ্যায় ন্যাশভিল বিমানবন্দরে কল করে ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন বিমানটির পাইলট।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এয়ার সেফটি তদন্তকারী অ্যারন ম্যাককার্টার জানান, বিমানটিতে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু ছিল। নিহতরা কানাডার নাগরিক এবং কর্মকর্তারা তাদের শনাক্ত করতে কাজ করছেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি একটি মাঠে বিধ্বস্ত হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। তবে বিমানটি কোন ভবন বা গাড়িতে আঘাত হানেনি। বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারনেই এই বিমান দুর্ঘটনা ঘটেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.