বিমানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করলো কর্তৃপক্ষ

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।

এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের ওয়েবসাইটে এবং প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। তাই কাউকে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.