ভূমধ্যসাগরে ৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবিয়া থেকে ইতালি বা মাল্টা যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৬০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার একটি দাতব্য উদ্ধারকারী গোষ্ঠীর পরিচালকরা এ আশঙ্কা প্রকাশ করেছে।

এসওএস মেডিটেরিয়ানি বলেছে, বুধবার ইতালির কোস্ট গার্ডের সঙ্গে সমন্বিতভাবে ২৫ জনকে খুব দুর্বল অবস্থায় উদ্ধার করেছে গোষ্ঠীটি। আর অচেতন দুইজনকে হেলিকপ্টারে করে সিসিলিতে নেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (আইওএম) তথ্যানুসারে গত বছর এই রুট পাড়ি দিতে গিয়ে আড়াই হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই সংখ্যা ২২৬ জন।

এসওএস মেডিটেরিয়ানি স্যোশাল মিডিয়া এক্স প্লাটফর্মে এক পোস্টে, জীবিতরা উদ্ধার পাওয়ার ৭ দিন আগে লিবিয়ার জাবিয়া থেকে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর তিন দিন পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে নৌকা সাগরে ভাসতে থাকে। তাদের পানি ও খাবার ছাড়া থাকতে হয়েছে কয়েক দিন। জীবিতরা জানিয়েছে, যাত্রাপথে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও অন্তত এক শিশু রয়েছে।
এই বিষয়ে ইতালির উপকূলরক্ষীদের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। আইওএম জানিয়েছে, এ খবরে তারা গভীরভাবে মর্মাহত।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.