মস্কোয় ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১১৫

রাশিয়ার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। রাশান ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

রুশ গণমাধ্যমে বলা হয়, এফএসবি সিকিউরিটি সার্ভিসের প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে, এ ঘটনায় আটক ১১ জনের মধ্যে চারজন হামলায় সরাসরি জড়িত ছিলেন।

গতকাল শুক্রবার রাতে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগীর একটি ‘ইসলামিক স্টেট খোরাসান’ বা আইএস-কে।

ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরোনো নাম) সক্রিয় রয়েছে গোষ্ঠীটি।

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এর আবির্ভাব। চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.