সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন শীর্ষ কমান্ডার রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আজ মঙ্গলবার সিরিয়ার পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর আরব নিউজ।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, এ হামলায় ইরানপন্থি ৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্ট আইআরজিসির একজন কমান্ডারও রয়েছেন।
সংস্থাটি জানায়, একটি উপত্যকায় তাদের স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আরেক হামলায় ইরাকি সীমান্তের কাছে আলবু কামাল শহরে চারজন নিহত হয়েছেন।