চট্টগ্রাম বিমানবন্দরে ১ কেজি সোনাসহ আটক ৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের ৩ যাত্রীর কাছ থেকে ১ কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২২ এপ্রিল) সকালে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।

যাদের কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে তারা হলেন মোবারক আলী, মোহাম্মদ নাজমুল হক এবং মোহাম্মদ আনোয়ার শাহ। মোবারক আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়, নাজমুল হকের চট্টগ্রামের সাতকানিয়ায় এবং আনোয়ার শাহের সন্দ্বীপ এলাকায়। তাদের এখনো আটক দেখানো হয়নি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর এনএসআই ও কাস্টমস সূত্র জানায়, আনুমানিক ১ কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়।

আটকরা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।

তিনি জানান, ভোর ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। আটক তিনজন কাপড় ও কম্বলে করে এক কেজির বেশি ওজনের সোনা নিয়ে আসেন। তাদের সন্দেহজনক গতিবিধির কারণে এনএসআই ও সিআইআইডির সদস্যরা তাদের আটক করে।

আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.