ক্রিকেটার রুবেলের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। সোমবার ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টাল ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। রুবেলের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
সারা বাংলাদেশের মানুষের মুখে এখন রুবেলের জয় ধ্বনি। রুবেলের এই সাফল্যে দারুণ খুশি হ্যাপি। এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক খুশি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের সবাইকে নিয়ে বাসায় শুরু থেকেই খেলা দেখেছি। রুবেলের বোলিংয়ে জয় নিশ্চিত হয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের।’
হ্যাপি আরও বলেন, ‘খেলার শেষের দিকে মনে হচ্ছিল হেরে যাচ্ছি। শেষ দুই উইকেট নিয়ে চমক দেখিয়েছে রুবেল। রুবেলের এই চমকে দেওয়া সাফল্যের জন্য আমি গর্বিত। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
হ্যাপি আরও বলেন, ‘বাসার সবাইকে আজ রান্না করে খাওয়াবো।’