মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বিচারক ফারুক আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম, যুবদল নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, সিরাজ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ ও জায়েদ আহমদ প্রমুখ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বাবু কৃপাসিন্ধু দাশ বলেন, উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.