গুচ্ছের ‘এ’ ইউনিটে পাসের হার ৩৩.৯৮ শতাংশ

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন মোট ৫০ হাজার ৭৬১ জন যা মোট পরীক্ষার্থীর ৩৩.৯৮ শতাংশ।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৬৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন। ৩০ নম্বরের বেশি পেয়ে পরীক্ষায় পাস করেছেন ৫০ হাজার ৭৬১ জন, শতকরা হিসাবে যা ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন। বিভিন্ন কারণে মোট ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। এছাড়া এবার পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন ভর্তি-ইচ্ছুক।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭.২৫। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। মারুফের গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.