পথে পথে বাংলাদেশের জয়ধ্বনি

tiger joyমিরপুর কালশী রোড হয়ে চলছে একটি বেসরকারি মালিকানার বাস। চালকের এক কানে একটি, আর তার সহকারীর কানে মোবাইলের আরেকটি হেডফোন। চালক এক হাতে গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে বাসের গায়ে চাপড় দিয়ে চিৎকার করছেন ‘বাংলাদেশ’। পথের ধারের দোকানে টেলিভিশনের সামনে শত শত মানুষের জটলা। সবার চোখ বাংলাদেশের ফিল্ডিংয়ে।

একটু পর চালক-সহকারীর উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেল। বাসের যাত্রীরাও কানে হেডফোন দিয়ে শুনছেন বাংলাদেশ-ইংল্যান্ড দলের ধারাভাষ্য। সমস্ত বাসজুড়ে আনন্দধারা। ততক্ষণে দুটি ফ্লাইওভার পেরিয়ে বাস বসুন্ধরা আবাসিক এলাকার গেটে। এবার কান থেকে হেডফোন সরিয়ে চালক-সহকারী এবং বাসের যাত্রী সবার মুখে ‘বাংলাদেশ’ ধ্বনি।

বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরের রাস্তায় মোবাইল ফোনের অ্যান্টেনা মেলে কানের কাছে ধরে বাংলাদেশ দলের বিশাল জয়ের শেষ ধারাভাষ্য শুনছেন আরেক রিকশাচালক। তার মুখেও বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। প্রাইভেট কারে, গাড়িতে বসা যাত্রীরাও এফএম রেডিও ছেড়ে জয় উদযাপন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের।

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে টাইগারদের কোয়ার্টার ফাইনালে উঠার এই স্বর্ণ সময়টি উদযাপনে হাসিমাখা ছিল সবার মুখ। এবার সবার স্বপ্ন কোয়ার্টার ফাইনাল জয়। তাই টাইগারদের উৎসাহ দিয়ে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’, এবং ‘বাংলাদেশ’ ধ্বনি।

মিরপুর ১০ নম্বর এলাকায় রাস্তায় নেমে বাংলাদেশের জয়ের মুহূর্ত উদযাপনের খবরও পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.