আজ বুধবার (৮ মে) রাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। তার সঙ্গে আলোচনায় সীমান্ত হত্যা গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জানা গেছে, বিনয় মোহন কোয়াত্রার দুদিনের ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সূচি চূড়ান্ত করাসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
গত ২০ এপ্রিল বিনয় মোহন কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। পরে তার সফরটি স্থগিত হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।