ইসরায়েলি বিমান হামলায় আরেক জিম্মির মৃত্যু

আবারও ইসরায়েলের বিমান হামলাতেই আরও এক জিম্মির মৃত্যু হয়েছে গাজাতে। এমনই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড।

গতকাল শনিবার আল-কাসেম ব্রিগেড এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পরই ওই জিম্মির মৃত্যুর খবর প্রকাশ করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আল কাসাম ব্রিগেড জানায়, এক মাস আগে গাজায় ইসরায়েলের বিমান হামলায় আহত হয়ে মৃত্যু হয়েছে হামাসের হাতে বন্দি ব্রিটিশ-ইসরায়েলি বন্দী নাদাভ পোপলেওয়েলের।

হামাসের প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, চোখে কালো দাগ থাকা জিম্মিটি জীবিত রয়েছেন এবং তাকে কথা বলতেও দেখা গেছে। সাদা টি-শার্ট পরা ব্যক্তিটি নিজেকে দক্ষিণ ইসরায়েলের কিবুতজ নিরিমের বাসিন্দা নাদাভ পোপলেওয়েল হিসাবে পরিচয় দিয়েছেন।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওটির দৈর্ঘ্য মাত্র ১১ সেকেন্ড। ভিডিওতে আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কতা বার্তা দিয়েছে হামাস। এতে তারা লিখেছে, “সময় ফুরিয়ে যাচ্ছে। তোমাদের সরকার মিথ্যা বলছে।”

ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন নাদাভ পোপেলওয়েল। এরপর তার মৃত্যু হয়েছে। আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেন, গাজায় শত্রুরা হাসপাতালে হামলার পর নিবিড় চিকিৎসা সেবা না পাওয়ায় তিনি মারা যান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পোপলেওয়েল একজন ইসরায়েলি-ব্রিটিশ নাগরিক। গত ৭ অক্টোবর তাঁর মাকেও জিম্মি করে হামাস সদ্যস্যরা। ওই দিন হামাসের হামলায় তাঁর ভাই নিহত হন। গত নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতির সময় পোপলেওয়েলের মাকে মুক্তি দেয় হামাস।

গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির জন্য ইসরায়েলি সরকারের উপর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপ ও বিক্ষোভের মধ্যেই ভিডিও প্রকাশ করল হামাস। একে ইসরায়েলি সরকারের উপর চাপ আরও বাড়ানোর পন্থা মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন আক্রমণের পর প্রায় ১১৩৯ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, জিম্মিদের মধ্যে এখনও ১২৮ জন ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের হাতে আটক আছেন। এই জিম্মিদের মধ্যে ৩৬ জন মারা গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.