রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার (১৩ মে) সন্ধ্যায় র্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতার অভিযুক্তরা হলো হলো শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাশেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সাতটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা ছিনতাই করে আসছিল। তারা অস্ত্র দেখিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এমনকি অনেক সময় অস্ত্র দিয়ে আঘাত করে। এমন সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ছিনতাইকারী দলের দলনেতাসহ সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি।