ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। টাইগারদের জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছে সমর্থকরা। ফেসবুকে যেন বাংলাদেশের আনন্দে ভাসছে! এখন রুবেল, মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ সবাই। পাশাপাশি ঘুরেফিরে এসেছে ঔপনিবেশিক শাসনামল আর হ্যাপির প্রসঙ্গ।
সেমিফাইনালে খেলার প্রত্যাশা জানিয়ে ফেসবুকে প্রতিক্রিয়ায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু লিখেছেন ‘ব্রিটিশবিরোধী সংগ্রামে আবারও বাংলার জয়। স্বপ্নটা এবার আরও বেশি- সেমিফাইনাল। জয় বাংলা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবুল কালাম সোহাগ লিখেছেন, রুবেল মেক আস হ্যাপী, কনগ্রেটস রুবেল, কনগ্রেটস টাইগার…উই শ্যাল ওভারকাম!!!
সমালোচকদের প্রতি ইঙ্গিত করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ফারুক ভূইয়া রবিন ফেসবুকে লিখেছেন, অনেক দিন পর অনেক অনেক আনন্দ পেলাম। অভিনন্দন টাইগার্স… এবার সমালোচকদের জবাবে কিছু বলার পালা। বলবো। তবে জয়ের আনন্দ আরেকটু করে নেই।
নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যাশা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আমিনুল হক লিখেছেন, কনগ্রাচুলেশন!!! বিডি টাইগারস্…..থ্যাংকস মুসি এ্যান্ড রিয়াদ…ইউ টু গাইস মেড দ্য ডিফারেন্স…আর রুবেল এর কথা নাই বা বল্লাম..নেক্সট ম্যাচে নিউজিল্যান্ডকে ডেফিনেটলি হারাবে বিডি টাইগারস্।
মুক্তিযোদ্ধাদের প্রতি অধিনায়ক মাশরাফির জয় উৎসর্গ করার বিষয়টি সামনে এনে সাংবাদিক রেজা পারভেজ লিখেছেন, এই ঐতিহাসিক জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্বাধীনতার মাসে এমন একটি জয় ভাবতেই আবেগাপ্লুত হয়ে যাচ্ছে।
সাংবাদিক ও মডেল গোলাম মোস্তফা লিখেছেন, শুধু জয় নয়, বদলে যাওয়ার ইঙ্গিতও।
হ্যাপীর প্রসঙ্গ টেনে সাংবাদিক আহমেদ ফয়েজ লিখেছেন, বাংলাদেশের হয়ে খেলার জন্য জামিন পেয়েছিলেন ক্রিকেটার রুবেল। সেই জামিন চ্যালেঞ্জ করেছিলেন অভিনেত্রী হ্যাপী। এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হোক!
জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রশিদ আল রুহানী লিখেন, শেষ পর্যন্ত টাইগারস্…পরিচয় দিল…জিতেই গেলাম। রুবেল হ্যাপি… আমরাও হ্যাপি।
শত রানের জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে অভিনন্দন জানিয়ে সাংবাদিক মিজানুর রহমান লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। অভিনন্দন মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে শত রানের জন্য।
পুরান ঢাকার শামীম রিজভী লিখেছেন, বাঘের এক থাবায় চার সিংহ কুপোকাত…শালার ব্রিটিশদের টানা দু’বিশ্বকাপে হারালো আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা… এখন স্বপ্নের কোয়ার্টার ফাইনাল…
ইংল্যান্ডকে ব্যঙ্গ করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রাশেদ বাপ্পী লিখেছেন, তোমরা না আমাদের বিশ্বকাপে খেলা নিয়ে হাসাহাসি করেছিলা; তোমরা না ৮ দলের বিশ্বকাপের প্রস্তাব দিয়ে বাংলাদেশকে বাইরে রাখতে চেয়েছিলা! এখন যাও আফগানিস্তান আর স্কটল্যান্ডের সাথে দেশে ফেরত যাও, আর বাংলাদেশের খেলা দেখো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজিব রাজু লিখেছেন, বৃটিশ, লেজ গুটিয়ে নাও।
রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ খালিদ লিখেছেন ইয়েস ইয়েস ইয়েস ফাইনাল্লি উই আর কোয়ালিফাইড। ইংলিশদের বাংলা… দিয়ে টাইগার টিম ১৫ রানে ম্যাচ জিতলো।
ফেসবুকে কবি ও সাংবাদিক রবিউল ইসলাম লিখেছেন, বাংলাদেশ দলের বিজয়ে সবাইকে কোটি কোটি শুভেচ্ছা… এগিয়ে যাও বাংলাদেশ; এগিয়ে যাও টাইগার…।