বিভিন্ন পদে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
গতকাল সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হলো।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার (জেনারেল) কমান্ডার মোহাম্মদ আবুল হাসানকে নৌবাহিনীতে এবং নৌবাহিনীর কমান্ডার এ এফ এম সিদ্দিক উল্লাহকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির এডিশনাল রেজিস্ট্রার (জেনারেল) করা হয়েছে।
‘পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মুনিরুজ্জামানকে নৌ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন কমান্ডার মুহাম্মদ নাজমুল হক।