আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সংকেত যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে প্রসিকিউটরের গ্রেফতারি পরোয়ানা চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানান। ব্লিঙ্কেন বলেন, এ ধরনের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

একজন রিপাবলিকান সদস্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন। এ সপ্তাহেই সিদ্ধান্তটির ওপর ভোটাভুটি হতে পারে।

আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান সোমবার (২০ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

করিম খান হামাসের গাজাপ্রধান ইয়াহিয়া সিনওয়ার, আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ, গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ-এর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা চান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.