শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের ক্রু আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রুকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ।

আজ বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার অধিবাসী।

মোহাম্মদ জিয়াউল হক জানান, এসভি-৮০৪ (রিয়াদ) ফ্লাইটটি গতকাল (২৮ মে) রাত ১টা ৪৫ মিনিটে আগমনী সময় ছিল। কিন্তু ঢাকায় আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে ল্যান্ড করে, সেখান থেকে রাত ১০ টা ৫ মিনিটে ঢাকায় ল্যান্ড করে। গোপন তথ্যর ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই এবং কাস্টমস এর যৌথ অভিযানে ফ্লাইটের কেবিন ক্রু মিস রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করলে তার শরীরে ১১টি স্বর্ণের বার, ৮টি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.