পাসপোর্টের ফটোকপি দিয়ে করা যাবে ইতালির ভিসা আবেদন

ইতালি গমনেচ্ছুক প্রার্থীদের ভিসা আবেদনের জন্য এখন থেকে আর মূল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে মূল পাসপোর্ট জমা দিতে হবে প্রার্থীকে।

গতকাল মঙ্গলবার (২৮ মে) ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য প্রদান করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য।

এদিন ভিএফএস তাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে এক পোস্টে জানায়, ‘গতকাল (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন―শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে।’

এছাড়াও বলা হয়েছে, ‘আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।’

এছাড়া প্রার্থীদের অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট পরিদর্শনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.