বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অ্যাভিয়েশন খাততে আরও প্রসারিত করতে আরও একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের দেশের সব বিমানবন্দরের উন্নয়ন করছি। উন্নত করছি। তৃতীয় টার্মিনাল তৈরি করছি। রানওয়ে প্রসারিত করছি। সরকার নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে অ্যাভিয়েশন সেক্টরটিকে অধিকতর গুরুত্ব দেওয়ার কারণেই আজ এত দ্রুত আমাদের এই সেক্টরটা এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন নতুন কোম্পানি খুলছে। নতুন নতুন এয়ারলাইনস আসছে। বিদেশি এয়ারলাইনগুলো আসছে। এয়ারলাইনস সেবা বিস্তৃত হচ্ছে। তারা আসার একটাই কারণ দেখছে যে, বাংলাদেশ সম্ভাবনার দেশ। এই দেশে অ্যাভিয়েশনের যে উন্নয়ন, এর জন্য আমরা যে উন্নয়ন করছি আর এটা যদি নিরাপদভাবে না হতো তাহলে কিন্তু তারা আসত না। আজকের এই মহড়া তারই একটি উদ্যোগ। বিশ্বকে প্রোপারআলি দেখিয়ে দেওয়া হয় আমরা কতটুকু প্রস্তুত। আমাদের প্রস্তুতির একটি অংশ আমরা এখানে প্রদর্শন করলাম।’