মালাবির ভাইস–প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ

মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা ছাড়াও ওই বিমানটিতে আরও ৯ জন অবস্থান করছিলেন।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটি রাডারের বাইরে চলে যায়। বিমান কর্মকর্তারা পরবর্তীতে ওই বিমানের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি মালাবির উত্তরাঞ্চলে অবস্থিত এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমান নিখোঁজের ঘটনায় মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা তাঁর বাহামা সফর বাতিল করেছেন। সোমবার সন্ধ্যায় এই সফরের জন্য তাঁর যাত্রা করার কথা ছিল।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে পরিস্থিতির যে কোনো খবর সম্পর্কে আপডেট করা হবে। প্রাথমিকভাবে বিমানটির নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি। মালাবির তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে জানিয়েছেন, বিমানটিকে খুঁজে বের করার নিবিড় প্রচেষ্টা চলছে।

জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট চিলিমা তিন দিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছিলেন।

২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেন।

রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাঁকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.