এভিয়েশন নিউজ: ঢাকা-ফ্রাঙ্কফুর্ট-ঢাকা রুটে বিমানের প্রথম ফ্লাইট বিজি-০৫৫ ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরে পৌঁছলে জলকামান শুভেচ্ছা জানানো হয়। জাতীয় পতাকাবাহী বিমানের এই ফ্লাইট ইউরোপের আকাশ সংযোগকারী অন্যতম বিমান বন্দর ফ্রাঙ্কফুর্টে আজ স্থানীয় সময় প্রায় সন্ধ্যা ৭টায় অবতরণ করে।
জলকামান শুভেচ্ছা হচ্ছে বিমান পরিবহন খাতে একটি প্রচলিত প্রথা। এতে কোনো নতুন এয়ারলাইন্সের বিমান প্রথম কোনো বিমান বন্দরের ট্যাক্সিওয়েতে অবতরণ করলে সেখানে নতুন ফ্লাইটটির প্রতি শ্রদ্ধা জানাতে জলকামানের মাধ্যমে ফ্লাইটটির দু’দিকে পানি উৎসারিত করে এটি ধৌত করা হয়।
ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরের চীফ অপারেশন অফিসার পিটার সেচমিঝ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের নেতৃত্বধীন বিমানের প্রতিনিধিদলকে বিমান বন্দর লাউঞ্জে অভ্যর্থনা জানান। এখানে এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীফ অপারেশন অফিসার জার্মানীতে বিমানের নতুন রুটে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে জার্মান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে।
বিমানের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে জার্মানীর সঙ্গে বাংলাদেশের সরাসরি সংযোগ দু’দেশের ব্যবসায়, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দুয়ার খুলে দেবে। এতে দেশ দুটির জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ-জার্মানীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদার হবে।
তিনি বলেন, জার্মানীতে বিমানের এই নতুন যাত্রায় সংস্থাটির ১৯ তম গন্তব্যের সৃষ্টি হল। এটি হচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির আধুনিকায়নের চলমান প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, এর মাধ্যমে দু’দেশের ব্যবসা-বাণিজ্য জোরদারের পাশাপাশি বাংলাদেশের পর্যটন স্থানগুলো পরিদর্শনে জার্মান পর্যটকরা আকৃষ্ট হবে। বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিলও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
যুক্তরাজ্যে বিমানের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান চিশতি, ডিজিএম (কার্গো) ইফতেখার হোসেন চৌধুরী, জার্মানীর সেলস ম্যানেজার টিল লিটছে ও জার্মান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ফারুক সিদ্দিকী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিমানে নতুন যুক্ত বোয়িং ৭৭৭-৩০০ ইআর এই নতুন রুটে সপ্তাহে দু’দিন চলাচল করবে।
বিজি-০৫৫ ফ্লাইট প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার ঢাকা থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় ১৮টা ৪০ মিনিটে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করবে।
একইভাবে বিজি ০৫৬ ফ্লাইট শুক্র ও সোমবার স্থানীয় সময় ২০টা ১০ মিনিটে ফ্রাঙ্কফুর্ট থেকে ছেড়ে স্থানীয় সময় ১৩টায় ঢাকা পৌঁছবে।
১৯৮৬ সালে ফ্রাঙ্কফুর্ট রুটে বিমান যাত্রা শুরুর করে। ১৯ বছর চালু থাকার পর এয়ারক্রাফটের স্বল্পতার কারণে ২০০৬ সালে রুটটি বন্ধ হয়ে যায়। বর্তমান নতুন বিমান কেনার পর রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত হয়।