বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের জয়ে পুরো দেশ ভাসছে আনন্দ জোয়ারে। এ আনন্দ ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনেও। কাজের ফাঁকে সোমবার দিনভর ক্রিকেট নিয়েই মেতেছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল।
ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই সাফল্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমি বাংলাদেশের সকল মানুষের মতোই আজকের এই জয় নিয়ে হ্যাপি। বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আমার প্রত্যাশা ছিল কোয়ার্টার ফাইনাল খেলার। এটা পূরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে হেরে যায় আমার কোনো দুঃখ নেই। তবে আমার প্রত্যাশা বেড়েছে। এখন বাংলাদেশের বিশ্বকাপ জয় নিয়েও ভাবতে পারছি। ইনশা আল্লাহ আমরা এবার ফাইনালে খেলব।’