২৬ হাজার টাকায় নভোএয়ারের কক্সবাজার হলিডে প্যাকেজ

novoঢাকা: নভোএয়ারের পক্ষ থেকে কক্সবাজারের পাঁচতারা হোটেল ও রিসোর্টে দুজন দুই রাতের প্যাকেজ দেওয়া হচ্ছে ২৬ হাজার ১৩৮ টাকায়। এর মধ্যে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট, বিমানবন্দর-হোটেল-বিমানবন্দর ট্রান্সপোর্ট, বুফে নাশতা এবং অন্যান্য আকর্ষণীয় পরিষেবা। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ।

নভোএয়ারের সব অফিস থেকে যেকোনো ব্যক্তি নগদ মূল্যে অথবা ক্রেডিট বা ডেবিড কার্ডের মাধ্যমে এ প্যাকেজ ক্রয় করতে পারবেন।

প্যাকেজকে আরো আকর্ষণীয় করার জন্য ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় এ প্যাকেজ সর্বনিম্ন মাত্র দুই হাজার ৩০ টাকা মাসিক কিস্তিতে ছয় মাসের জন্য কোনো সুদ ছাড়া ক্রয় করা যেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.