ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপে সাংবাদিকদের পরিবারখ্যাত ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে।

বুধবার ইউরোপীয় স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব নির্ধারিত এক ভার্চ্যুয়াল সভার মাধ্যমে এ পর্ষদ ঘোষণা করা হয়। এ সময় প্রবাসে ও বিভিন্ন বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন দেশ থেকে এতে অংশ গ্রহণ করেন।

আয়োজক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসকে জাকির হোসেন সুমনের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি ওয়ান ইউকের অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমদ। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক নির্দেশনা নিয়ে উপস্থিত সাংবাদিকরা তাদের স্ব- স্ব বক্তব্য উপস্থাপন করেন। পরে সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ২০২৪ – ২০২৬ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট পর্ষদ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।

পর্ষদের নেতৃবৃন্দ হলেন যথাক্রমে সভাপতি হাবিবুর রহমান হেলাল- চ্যানেল আই (জার্মানী), সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল- বিশেষ প্রতিনিধি আইঅন টিভি ইউকে (ফ্রান্স),  সহ সভাপতি শাহীন খলিল কাউছার- জি টিভি, (ইতালি), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন-  যমুনা টেলিভিশন (ইতালি), যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম- নিউজ টুয়েন্টি ফোর (গ্রিস), সহ সম্পাদক রহমান মাহবুবুর- ফ্রান্স দর্পন (সুইজারল্যান্ড), অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল- বাংলা ভিশন (ইতালি), সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তাহির হোসেন- দৈনিক মানবকন্ঠ (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান খান সোহেল- স্বদেশ বিদেশ (ইতালি), দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন স্বপন- দৈনিক কালবেলা (ইটালি), আন্ত:র্জাতিক সম্পাদক কবীর আহমেদ- ওয়ান টিভি ইউকে (অস্ট্রিয়া), প্রচার সম্পাদক শাহ্ সোহেল- বাংলা টেলিগ্রাম (ফ্রান্স), সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা- চ্যানেল প্রবাহ (আয়ারল্যান্ড), মহিলা সম্পাদক নাজনীন আখতার- আইঅন টেলিভিশন ইউকে (ইতালি), সাংস্কৃতিক সম্পাদক খন্দকার মেভিজ পরমা- বিডি নিউজ ইউরোপ (গ্রিস), ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব- এভিয়েশন নিউজ (জার্মানী), অভিবাসন সম্পাদক কামরুজ্জামান ভূইয়া ডালিম- এস এ টেলিভিশন (গ্রিস), সমাজ কল্যান সম্পাদক শাবুল আহমেদ-  প্রতিদিনের বাংলাদেশ (ফ্রান্স), কার্যকরী সদস্য : বিটু বড়ুয়া- সময় টেলিভিশন (জার্মানি) মাহবুবুর রহমান- সম্পাদক ইউরো বাংলা টাইমস (অস্ট্রিয়া), ফাহিম হোসেন- মাইগ্রেশন বাংলা টেলিভিশন (ইতালি)।

ভার্চুয়াল সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১২ ই এপ্রিল ২০২৫ রোববার গ্রীসের রাজধানী এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের অভিষেক অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.