বিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে চাকরির সুযোগ

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি নিয়োগ নীতিমালা-২০১৬ অনুযায়ী জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের যোগ্যতা
*আবেদনকারীকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারী বা প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
*প্রার্থীদের মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণের অধিকারী হতে হবে।
*ক্যামেরার সামনে নিঃসংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে, আবেদনকারীকে ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন হতে হবে।

বয়স:
আবেদনকারীর সর্বনিম্ন বয়স ৩০ বছর হতে হবে।

অযোগ্যতা:
মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারি যেকোনো খাতের বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধি আবেদন করতে পারবেন না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা।

আবেদনের শেষ সময়
১০ নভেম্বর ২০২৪।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.