মার্কিন ডিপার্টমেন্টাল চেইন মেসি জানিয়েছে, সাবেক এক কর্মী হিসাবে ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়ায় তৃতীয় প্রান্তিকের সম্পূর্ণ আর্থিক প্রতিবেদন প্রকাশে দেরি হবে। তিনি প্রায় ১৫ কোটি ৪০ লাখ ডলারের ডেলিভারি খরচ গোপন করেছেন।
২০২১ সাল থেকে তিনি ছোট প্যাকেজের খরচ বাবদ মিথ্যা তথ্য নথিভুক্ত করে আসছিলেন। তবে কেন মিথ্যা তথ্য দিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। ওই সময়ে মেসি ডেলিভারি বাবদ ৪৩৬ কোটি ডলার খরচ করেছিল বলে জানিয়েছিল আগে।
কোম্পানিটি নিশ্চিত করেছে, সমস্যাটি নগদ প্রবাহ বা বিক্রেতাদের অর্থ দেয়ায় প্রভাবিত করেনি। খবর সিএনবিসি