বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

ভিসা নিয়ে সুখবর দিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, বাংলাদেশিদের জন্য সাধারণ পাসপোর্টে আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। আগামী ১৯ ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই সরকারি পাসপোর্টে থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।

 

গতকাল সোমবার ( ১৬ ডিসেম্বর) ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনকারীদের https://www.thaievisa.go.th  ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীদের https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের যাচাইকরণের জন্য সিস্টেমে পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, ই ভিসা চালুর প্রস্তুতির জন্য আগামী ২৪ ডিসেম্বর থেকে বিদ্যমান চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা বন্ধ করে দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.