এভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাস্টমার বিভাগের পরিচালক মোসাদ্দেক আহমেদকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী করা হয়েছে।
বৃহস্পতিবার কেভিন স্টিলের বিদায়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে। ২০১৩ সালের ১৮ মার্চ প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিমানে যোগদেন কেভিন।
দুবছরের জন্য কেভিনকে নিয়োগ দেওয়া হলেও স্বাস্থ্যগত কারণে এক বছরের মাথায় পদত্যাগ করেন তিনি।
মোসাদ্দেক আহমেদ কেভিন স্টিলের দায়িত্ব নেওয়ার আগেও কয়েকমাস ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে নতুন ব্যবস্থাপনা পরিচালকের শূন্য পদে লোক চেয়ে ইতোমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে বিমান।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মের মধ্যে বিমানের এমপ্লয়মেন্ট ম্যানেজারের কাছে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।