এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসের এয়ারবাস এ ৩৮০ এর লিভেরী উন্মোচন

এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসের এয়ারবাস এ ৩৮০ এর লিভেরী উন্মোচন

গ্রাহকদের পার্সেল দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে এমিরেটস কুরিয়ার এক্সপ্রেস যে এয়ারবাস এ৩৮০ ব্যবহার করছে, তার আকর্ষণীয় লিভেরী (রঙিন বাহ্যিক অবয়ব) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

বহু প্রতীক্ষিত লিভেরী ডিজাইন তৈরি করেছে এমিরেটসের প্রকৌশল বিভাগ। এজন্য পুরো উড়োজাহাজটিকে নতুন করে রঙ করা হয় যা ছিল ডিজাইন, প্রডাকশন ইন্সটলেশন এবং পেইন্টিং এর সমন্বয়ে একটি বিশাল প্রকল্পের অংশ। এয়ারবাসটি সম্মুখভাগ এবং ফিউজিলাজ আপাত দৃষ্টিতে ক্র্যাফট পেপার দ্বারা মোড়ানো, যার মাঝে টেইল ফিনে ইউএই’র পতাকা এবং উভয়দিকে এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসের লোগো দৃশ্যমান। চারটি ইঞ্জিনের প্রতিটিতেই শোভা পাচ্ছে এই লোগো এবং নিচের দিকের অংশে স্থান পেয়েছে এমিরেটসের পরিচিত লাল রঙ এর ব্র্যান্ডিং। উড়োজাহাজের বডি’তে ‘Special Delivery’ এবং অতিপরিচিত হ্যান্ডলিং স্ট্যাম্প এর কারণে লিভেরীটি জীবন্ত হয়ে উঠেছে।

নতুন লিভেরী সংবলিত এমিরেটস কুরিয়ার এক্সপ্রেসের এ৩৮০ উড়োজাহাজটি ইতোমধ্যে জোহান্সবার্গের ও.আর.ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী ও পার্সেল নিয়ে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.