আমির খানের পর এবার চলচ্চিত্র পর্দায় নগ্ন হবেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ সিনেমায় নগ্ন হয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন আমির খান। এবার নাকি তার পথেই হাঁটতে যাচ্ছেন হৃতিক রোশন। শোনা যাচ্ছে, ‘মহেনজোদারো’ সিনেমার একটি দৃশ্যে নগ্ন হয়ে হাজির হবেন হৃতিক। এন্ডিয়ান এক্সপ্রেস ডটকমের এক সংবাদে এ খবর জানা যায়।
গত বছর পিকে চলচ্চিত্রে আমির খানের নগ্ন হওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল। অশ্লীলতার অভিযোগে একাধিক মামলা হয়েছিল আমির খানের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রও হয়েছিল ‘পিকে’।
এবার ‘মহেনজোদারো’ চলচ্চিত্রের জন্য নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন হৃতিক রোশন। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর।
এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের অভিনেত্রী পূজা হেজের। ছবির অন্যান্য চরিত্রে আছেন কবির বেদি, অরুণোদয় সিং প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ১২ আগস্ট।