ঢাকা: ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের পুরাতন বিল্ডিংয়ে দূর নিয়ন্ত্রিত একটি মোবাইল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রসিকিউশন আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, কেউ পরিকল্পিতভাবে বিস্ফোরণের আগেই ওই মোবাইল বোমার ডিভাইসটি ওই স্থানে রেখে যান।
পরে দূর থেকে কল দিয়ে মোবাইল বোমাটিতে ভাইব্রেশন সৃষ্টি করে এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি।
তবে বোমা বিস্ফোরণ বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না জানিয়ে আমিনুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনাস্থলটি বেরিকেট দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ও ডিভাইসটি ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে মোবাইল বোমাটিতে কোনো স্পিন্টার না থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ওই ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো আছে। ফলে খুব দ্রুতই তদন্ত করে জড়িতদের আটক করা সম্ভব হবে বলেও জানান এসি আমিনুর রহমান।
এদিকে মোবাইল বোমা বিস্ফোরণের পর ঢাকা সিএমএম আদালতের বিকাশ কুমার সাহা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫