কর ফাঁকির মামলা : আত্মসমর্পণের পর জামিন পেলেন বসুন্ধরার চেয়ারম্যান

basundharaআয়ের উপর প্রযোজ্য কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, আহমেদ আকবর সোবহানসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

মামলার অপর আসামিরা হলেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে শাহাদাত সোবহান।

জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা ২০০৭ সালের ২৫ জুলাই বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের নামে তাদের বিরুদ্ধে আট কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.