অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী অসুস্থ হয়ে পড়ায় বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ বোধ করায় বৃহস্পতিবার সকালে তাকে বাসায় নিয়ে যায় স্বজনেরা।
হ্যাপীর পারিবারিক একটি সূত্র জানায়, বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তিনি বেশ সুস্থ আছেন। দেশের মানুষের কাছে দোয়া চেয়েছে হ্যাপীর পরিবার।
হ্যাপীর পরিবারের বরাত দিয়ে সূত্রটি আরও জানায়, মানসিকভাবে বিক্ষিপ্ত থাকায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন হ্যাপী। সুস্থতার জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেছে তার পরিবার।