বাংলাদেশীদের কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশীদের কাছে ক্ষমা চেয়ে নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে স্ট্যাটাস দেন ‘বোম্বাদা’ নামে পরিচিত এই অভিনেতা।
আগের একটি স্ট্যাটাসের সূত্র ধরে প্রসেনজিৎ লিখেন— “আজকের সকালের পোস্টটায় অনেকেই তাদের কুরুচিকর বক্তব্য রাখায় আমি অত্যন্ত দুঃখিত। আপনাদের প্রতিক্রিয়া দেখে আমার বুঝতে বেশ কিছুটা সময় লেগেছিল যে কিসের ভিত্তিতে এই প্রতিক্রিয়া?
সংলাপটি আমার ‘অমর প্রেম’ ছবি থেকে নেওয়া হয়েছে। যেখানে ছবির খলনায়কের সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে। এখানে কোনো দেশ, জাতিকে ছোট করে দেখানোর কোনো উদ্দেশই ছিল না। বাংলাদেশের মানুষদের আমি মন থেকে শ্রদ্ধা করি, তাঁদের ভালবাসায় আমি আপ্লুত হয়েছি বহুবার। তাদের প্রতি এ রকম কোনো বিরূপ মন্তব্য আমার করার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু আজকে তাদের প্রতিক্রিয়ায় আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমি তাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী।”
এর আগে একই দিন নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে প্রসেনজিৎ লিখেছিলেন— ‘বাঘের কিন্তু জাত আলাদা হয়, বেড়ালকে ভুল করে বাঘ না ভাবাই ভাল!’
এই স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাংলাদেশী ফেসবুক ইউজাররা কঠোর সমালোচনা করেন প্রসেনজিতের। তারই প্রেক্ষিতে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে আগের স্ট্যাটাসটিও মুছে দেন।