সবচেয়ে যৌন আবেদনময়ী নারী এখন প্রিয়াঙ্কা

bg_priyanka 1আকাশে উড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ম্যাগাজিনের সমীক্ষায় চলতি বছর ভারতের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী নির্বাচিত হলেন তিনি। জানা গেছে, ৫৩ শতাংশ ভোট এসেছে প্রাক্তন এই বিশ্বসুন্দরীর ঘরে। ৩৫ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় হয়েছেন দীপিকা পাড়ুকোন। তালিকায় আরও আছে সোনাম কাপুর, অদিতি রাও হায়দারি, কঙ্গনা রনৌত এবং শ্রদ্ধা কাপুরের নাম।

প্রিয়াঙ্কার বৃহস্পতি এখন সত্যিই তুঙ্গে। শুধু বলিউডেই দারুণ কাজ করছেন না, আন্তর্জাতিক আঙিনায়ও দিনে দিনে এগিয়ে যাচ্ছেন তিনি। ইংরেজি গানের অ্যালবাম বের করায় বেড়েছে তার জনপ্রিয়তা। এবার আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এফবিআই এজেন্ট চরিত্রে অভিনয় করবেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।Priyanka 2

এদিকে প্রিয়াঙ্কা এখন জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ (ফারহান আখতার, অনিল কাপুর) এবং সঞ্জয়লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানি’ (রণবীর সিং, দীপিকা পাড়ুকোন) ছবির কাজ নিয়ে ব্যস্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.