গাড়ি চালিয়ে শাস্তির মুখে সৌদি নারী

SaudiWomenএভিয়েশন নিউজ: সৌদি আরবে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ, তবে তা অঘোষিত। কিন্তু তা অগ্রাহ্য করার সাহস দেখিয়েছেন ২৩ বছরের এক যুবতী। এই সৌদি নারী নিষেধাজ্ঞা ভেঙে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে কর্তৃপক্ষের কাছে।

ঘটনাটি হল, গত বৃহস্পতিবার দেশের কাতিফ প্রদেশে স্বামীর গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়েছিলেন এই নারী। তবে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি তিনি।

ধরা পড়ার পর ওই দম্পতিকে আটক করে তাদের দিয়ে পুলিশ মুচলেকা লিখিয়ে নেয়, ভবিষ্যতে আর এমন হবে না মানে গাড়ির চালকের আসনে কোনোদিন বসবেন না স্ত্রী।

জামিনে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে স্ত্রীর অপরাধের সাজা হিসাবে স্বামীর ৯০০ সৌদি রিয়াল জরিমানা হয়েছে। স্ত্রীকে কেন তিনি গাড়ি চালাতে দিয়েছেন, এজন্য সাতদিন গাড়িটি বাজেয়াপ্তও করেছে কর্তৃপক্ষ। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে স্ত্রীর বিরুদ্ধে ট্রাফিক বিধি লঙ্ঘনের মামলা রুজু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.