রোববার থেকে আরো ৭২ ঘণ্টা হরতাল

jjkzdcuঢাকা: রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আরো ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংব‍াদ বিজ্ঞপ্তিতে এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার মাধ্যমে টানা সাত সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সব কর্মদিবসে হরতাল দিলো ২০ দল।

তবে তাদের এবারের হরতালে বিদ্যমান আর সব দাবির পাশাপাশি বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ‘গ্রেফতার’ এর প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে কড়া সমালোচনা করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের।

এছাড়া বিবৃতিতে চলমান সংকট নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, ২০০৯ সালে শেখ হাসিনা আলোচনা অব্যাহত রাখা ও সমঝোতা হলে নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের কথা বলেছিলেন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.