ড্রোনের সফল পরীক্ষা চালানোর দাবি পাকিস্তানের

dronপাকিস্তান আজ শনিবার সকালে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রবাহী ও সব ঋতুতে ব্যবহারের উপযোগী ড্রোন ও লেজার রশ্মি নির্দেশিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। এ সময় দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের খবরে জানানো হয়, ‘বুরাক’ নামের ড্রোনটি সব ধরনের ঋতুতে উড়তে ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ‘বার্ক’ নামের লেজার রশ্মি ক্ষেপণাস্ত্রটিও স্থির ও চলন্ত যেকোনো বস্তুর ওপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় এ অস্ত্র দুটি পাকিস্তান সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। এ ছাড়া পাকিস্তানের শিল্প-প্রযুক্তির উন্নয়নে দেশটির প্রকৌশলী, বিজ্ঞানী ও কারিগরদের নিরলস পরিশ্রম করার আহ্বান জানান রাহিল শরিফ। দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আসুন, হাতে হাত রেখে নিজ নিজ ক্ষেত্রে পাকিস্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.